লেখক : নাসিরুদ্দীন আলবানী (রাহ:)
যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী (রহ) এর রচিত “সিলসিলাতুল আহাদীসুস সহীহাহ”-এর সকল হাদীসের পূর্ণাঙ্গ মতনের সংকলন এই বই। সিলসিলাতুল সহীহাহ-এর সূচিপত্রে অধ্যায়গুলো যেভাবে সাজিয়েছেন এখানেও সেভাবে সাজানো হয়েছে। ইলমে হাদীরেস অনভিজ্ঞদের জন্য তা পাঠ করা ও চিন্তুা-গবেষণা সহজ করার জন্য দীর্ঘ তাখরীজ বিবর্জিত শুধু হাদীসগুলোর মতন এখানে উল্লেখ করা হয়েছে। এই হাদীসগুলো তাজরীদ করেছেন আবূ উবাইদাহ মাশহুর ইবনু হাসান আল সালমান।
এটির অনুবাদ করেছেন হাফেয মুফতি মোবারক সালমান এটি প্রকাশ করেছেন আতিফা পাবলিকেশন্স।
-অনুবাদকৃত করতে গিয়ে কোন হাদীস বাদ দেয়া হয়নি।
-সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় অনুবাদ করেছি।
-সাধারণদের কথা চিন্তা করে পুরো হাদীস বর্ণনা করা হয়েছে।
-তাজরীদকারক হচ্ছেন, শাইখের যোগ্যতম উত্তরসূরী। সুতরাং পুস্তকটি শাইখ আলবানী (রহ)-এর সর্বশেষ রায়ের অনুলিপী।
-মূলত: বিক্ষিপ্ত হাধীসগুলো তাজরীদকারক একত্রিত করেছেন বিধায় মূল সহীহার সাথে এরক ক্রমিক -না মিললেও হাদীসের শেষে “আস-সহীহাহ” লিখে নম্বর উল্লেখ করা হয়েছে যাতে করে সম্মানিত –
-পাঠকগণ সহজেই বুঝতে পারেন যে, মুল সহীহার হাদীস নম্বর কত
রেফারেন্স উল্লেখ করার ক্ষেত্রে অধিকাংশ সময় এদেশীয় কিতাবের পৃষ্ঠা নম্বর উল্লেখ করা হয়েছে
সিলসিলাতুল আহাদীসুস সহীহা (প্রথম খণ্ড) লিঙ্কঃ সিলসিলাতুল আহাদীসুস সহীহা অনলাইনে পড়ুন
সিলসিলাতুল আহাদীসুস সহীহা (২য় খণ্ড) লিঙ্কঃ
সিলসিলাতুল আহাদীসুস সহীহা পার্ট ১ বা সিলসিলাতুল আহাদীসুস সহীহাহ পার্ট-১
সিলসিলাতুল আহাদীসুস সহীহা পার্ট ২ বা সিলসিলাতুল আহাদীসুস সহীহাহ পার্ট-২
লিঙ্ক- আপনি চাইলে -Whatapps-Facebook-Twitter-ব্লগ- আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking-ওয়েবসাইটে শেয়ার করতে পারেন-মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪] -:-admin by rasikul islam নিয়মিত আপডেট পেতে ভিজিটকরুন নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন
বিঃ দ্রঃ বইটি ভালো লাগলে নিজে পড়ুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। এবং নিকটস্থ লাইব্রেরি থেকে আপনার কপিটি সংগ্রহ করে প্রকাশনা প্রতিষ্ঠানকে সহযোগিতা করুন। এই বইটি মূলত তাদের জন্য যারা দেশের বাহিরে থাকেন এবং যাদের এই মুহূর্তে সামর্থ্য নেই বইটি কিনে পড়ার। যাদের সামর্থ্য আছে এবং দেশে অবস্থান করছেন আমরা তাদের অনুরোধ করবো আপনারা বইটির একটি কপি প্রকাশকদের নিকট হতে কিনে বাসায় সংরক্ষণ করবেন। এতে করে প্রকাশকরা আরও নতুন নতুন ভালো বই প্রকাশ করার উৎসাহ পাবেন।
Post a Comment